গঠনগত ভাবে বাংলা শব্দ কত প্রকার?
বাংলা শব্দ কয় প্রকার?
গঠনগতভাবে বাংলা শব্দ কত প্রকার ও কি কি!
শব্দ কাকে বলে?
গঠনগত ভাবে বাংলা শব্দ কত প্রকার তা জানার আগে চলুন জেনে নিই শব্দ কাকে বলে। কোনো একটি নির্দিষ্ট ভাষার অর্থবোধক ধ্বনি বা বর্ণসমষ্টিকে ঐ ভাষার শব্দ বলে। যেমন: ফুল, পাখি, নদী প্রভৃতি।
শব্দকে গঠন অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ
১। মৌলিক শব্দ
২। সাধিত শব্দ।
নিচে এগুলোর সংজ্ঞা ও উদাহরণ দেওয়া হলো :
মৌলিক শব্দ কাকে বলে?
কোনো ভাষার মূল শব্দগুলোই সে ভাষার মৌলিক শব্দ অর্থাৎ যে সকল শব্দকে ভাগ বা বিশেষণ করলে অর্থ অক্ষুণ্ণ থাকে না তাদেরকে মৌলিক শব্দ বলে। যেমন: ভাই, বোন, মন, গান প্রভৃতি।
আরও পড়ুন:
অর্থগতভাবে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
সাধিত শব্দ কাকে বলে?
মোলিক শব্দের সঙ্গে প্রত্যয়, উপসর্গ, বিভক্তি প্রভৃতি যুক্ত হয়ে যে সকল শব্দ গঠিত হয় কিংবা সন্ধি, সমাস, বাক্য সংকোচন প্রভৃতি দ্বারা যে সকল শব্দ গঠিত হয় তাদেরকে সাধিত শব্দ বলে। যেমন:
ফুল + এল = ফুলেল (প্রত্যয় যোগে)।
উপ + কুল = উপকূল (উপসর্গ যোগে) ।
যুগ + এ = যুগে ( বিভক্তি যোগে) ।
শুভ + ইচ্ছা = শুভচ্ছা (সন্ধি দ্বারা) ।
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন (সমাস দ্বারা) ও প্রিয় কথা বলে যে= প্রিয়ংবদা (বাক্য সংকোচন দ্বারা) প্রভৃতি সাধিত শব্দ।
আরও পড়ুন:
ভাববাচক বিশেষণ কাকে বলে? ভাববাচক বিশেষণ কত প্রকার ও কী কী?
বিশেষ্য কাকে বলে? বিশেষ্য কত প্রকার ও কী কী?
সর্বনাম কাকে বলে? সর্বনাম কত প্রকার ও কী কী?
###
আজকের এই পোস্ট থেকে আমরা গঠনগতভাবে বাংলা শব্দ কত প্রকার? সে সম্পর্কে জানতে পারলাম। পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।
One Comment